জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির এক সদস্যকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত সদস্যের নাম দিলশাদ আফরিন।

৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। ৮ এপ্রিল থেকে তার বহিষ্কার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।