বাংলাদেশ প্রস্তুত পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষে উঠতে: কোরিয়ান ইপিজেড প্রতিষ্ঠাতা কিয়াক সুং

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
বাংলাদেশ প্রস্তুত পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষে উঠতে: কোরিয়ান ইপিজেড প্রতিষ্ঠাতা কিয়াক সুং

বাংলাদেশ সঠিক কৌশল ও সংস্কার প্রয়োগ করতে পারলে বিশ্বে এক নম্বর পোশাক রপ্তানিকারক দেশ হওয়ার জন্য প্রস্তুত—এমন মন্তব্য করেছেন কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং। বর্তমানে বাংলাদেশ একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘২০২৫ সালের বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন’-এর ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রযুক্তির ব্যবহারে অগ্রগতি, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং হাতে তৈরি সুতার জন্য নিজস্ব উৎপাদন সুবিধা গড়ে তুলতে হবে।” তিনি নীতি সহায়তা, বন্ডেড গুদামের সংখ্যা বাড়ানো এবং কাঁচামালের সহজ প্রাপ্তি নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন।

ট্রাম্প-যুগের শুল্ক নীতির সাময়িক স্থগিতাদেশ বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন কিয়াক সুং। পাশাপাশি, ভবিষ্যতের বাজারে টিকে থাকতে উচ্চমূল্যের পোশাক উৎপাদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজিএমইএ প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন।