সিনেটর বার্নি স্যান্ডার্সের ট্রাম্পের শুল্ক আরোপের সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যথেচ্ছভাবে, হঠাৎ করে’ শুল্ক আরোপের বিষয়ে সমালোচনা করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
বুধবার (৯ এপ্রিল) সিএনএন টাউন হলে তিনি শুল্ক আরোপকে ‘একেবারে বিপরীতমুখী’ বলে উল্লেখ করেন এবং বলেন, “আমি মনে করি, আমেরিকানদের চাকরি রক্ষার জন্য বেছে বেছে শুল্ক আরোপ একটি ভালো ধারণা, তবে এমন শুল্ক, যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশের কাছে ন্যায্যতা বা ব্যাখ্যা করা যায় না, তা সম্পূর্ণরূপে বিপরীত।”
তিনি জোর দিয়ে বলেন, শুল্কের ‘তাৎক্ষণিক ক্ষতি’ ‘খুব তাৎপর্যপূর্ণ’ হতে চলেছে।
এদিকে, বুধবার থেকে ট্রাম্প ৭৫টিরও বেশি দেশে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতাদেশ ঘোষণা করেছেন, তবে চীনের নাম এই তালিকায় নেই। স্যান্ডার্স এই বিষয়ে বলেন, “ওরা তোমার ব্যাপারে মোটেও চিন্তিত নয়।”
সিনেটর ইলন মাস্ক এবং তার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, “যদি ইলন মাস্ক ফেডারেল কর্মীদের বরখাস্ত করতে পারেন, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স অনেক মানুষের চাকরি কেড়ে নিলে কেউ তাকে থামাতে পারবে না।”
তিনি আরও বলেন, “আজ তোমার যে চাকরিটা আছে, সেটা ১০-১৫ বছরের মধ্যে এখানে থাকবে না। আর তুমি কি মনে করো, মাস্ক এবং তার বন্ধুরা বলছে, ‘ওহ, আমাদের কর্মীদের কীভাবে রক্ষা করব?'”
আপনার মতামত লিখুন