গাজার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসচিত্র, হতাহতের খবর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ণ
গাজার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসচিত্র, হতাহতের খবর নেই

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণাধীন গাজা ভূখণ্ডের একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ফলে আল-আহলি বা ব্যাপটিস্ট হাসপাতালের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, মধ্যরাতের কিছু পরেই গাজা সিটির ঐতিহাসিক আল-আহলি হাসপাতালের একটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। সংস্থাটি আরও জানায়, বোমা হামলার ঠিক আগে ইসরায়েলি সেনাবাহিনী রোগী, আহত এবং সেবাদানকারী কর্মীদের ভবন খালি করার জন্য সতর্কবার্তা দেয়। তারপরই হামলায় হাসপাতালের সার্জারি ভবন এবং নিবিড় পরিচর্যা ইউনিটের অক্সিজেন উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে যায়।

ইসরায়েলি বাহিনী অভিযোগ করেছে, হামাস হাসপাতালের নিচে সুড়ঙ্গ নির্মাণ করেছে এবং ওই চিকিৎসা স্থাপনাকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে, যেখান থেকে তারা হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে।

এদিকে হামাসের প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী গাজার হাসপাতালগুলোকে টার্গেট করছে। আল-আহলি হাসপাতালসহ বহু চিকিৎসা প্রতিষ্ঠান বোমাবর্ষণ, অগ্নিসংযোগ ও ধ্বংসের শিকার হয়েছে বা কার্যকারিতা হারিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৮ মার্চ জানিয়েছিল, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ২২টি আংশিকভাবে কার্যকর রয়েছে।