সেনাপ্রধান: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সব করবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৮:৩৫ পূর্বাহ্ণ
সেনাপ্রধান: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সব করবে

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৩ এপ্রিল) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান আরও বলেন, “আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর উদাহরণ। এখানে আমরা সম্প্রীতির সমাবেশ দেখতে পাচ্ছি। আমরা বুদ্ধের নীতি অনুসরণ করে দেশকে গড়তে চাই, এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

তিনি বলেন, “আমি আমার যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। সেখানে বিভিন্ন মতের মানুষ বাস করেন, কিন্তু আমাদের মধ্যে একে অপরকে শ্রদ্ধা করতে হবে।”

ওয়াকার-উজ-জামান বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”