ইরানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ৮ পাকিস্তানি, দায় স্বীকার করলো বেলুচ বিদ্রোহী সংগঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ
ইরানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ৮ পাকিস্তানি, দায় স্বীকার করলো বেলুচ বিদ্রোহী সংগঠন

ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশের মেহারিস্তান জেলায় এক মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের আটজন নাগরিক গুলিতে নিহত হয়েছেন। শনিবার, ১২ এপ্রিল রাতে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন অনলাইনের খবরে এ তথ্য উঠে এসেছে।

ইরানি কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তিরা দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা এবং মেহারিস্তানে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপে কাজ করতেন। তারা গাড়ির ডেন্টিং, রঙ, পলিশ ও মেরামতের কাজ করতেন এবং ওয়ার্কশপটিতেই বসবাস করতেন।

রাতের বেলায় অজ্ঞাত কিছু সশস্ত্র ব্যক্তি ওয়ার্কশপে ঢুকে পাকিস্তানি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলার পরপরই বন্দুকধারীরা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ইরানি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় প্রকাশ করা হয়েছে—দিলশাদ, তার ছেলে মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ এবং নাসির।

এ ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি (বিএনএ)। সংগঠনটির এক মুখপাত্র বিবৃতিতে এই হামলার দায় নিয়েছেন। ইরানি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।