ওমানে ইরান-মার্কিন প্রতিনিধিদের আলোচনায় অস্ত্রায়ন রোধে জোর, সমৃদ্ধকরণ বন্ধের পরামর্শ নয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
ওমানে ইরান-মার্কিন প্রতিনিধিদের আলোচনায় অস্ত্রায়ন রোধে জোর, সমৃদ্ধকরণ বন্ধের পরামর্শ নয়

ওমানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্ব দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে আলোচনায় তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার পরামর্শ দেওয়া হয়নি। বরং জোর দেওয়া হয় বিদ্যমান ইউরেনিয়াম যেন অস্ত্রে রূপ না নেয়—সেই বিষয়টিতে।

নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে। তাদের মতে, আলোচনাটি ছিল বিস্তৃত এবং মূলত ভবিষ্যতের জন্য সংলাপ চালু রাখার একটি কৌশল হিসেবেই বিবেচিত হয়েছে।

সংবাদমাধ্যমটির দাবি, আলোচনার প্রথম ধাপটি আশাব্যঞ্জকভাবে সম্পন্ন হয়েছে এবং এতে কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যে পৌঁছানো গেছে, যা আলোচনাকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিতে সহায়ক হবে।

আলোচনায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলা কিংবা দেশটির আঞ্চলিক নীতিতে প্রভাব বিস্তারকারী হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গোষ্ঠীগুলোর প্রসঙ্গ তোলা হয়নি। বিষয়গুলোকে এ পর্যায়ে আলোচনার বাইরে রাখা হয়েছে।

এর আগে ২ এপ্রিল, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানিরা আলোচনায় নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানায়, ইসলামিক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটিকে ‘গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত’ হিসেবে আখ্যা দিয়েছে। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১৯ এপ্রিল আবারও ওমানে নতুন এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।