গাজার গণহত্যার প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের ‘মার্চ ফর গাজা’, সরব আন্তর্জাতিক গণমাধ্যম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
গাজার গণহত্যার প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের ‘মার্চ ফর গাজা’, সরব আন্তর্জাতিক গণমাধ্যম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও বিমান হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটিয়ে চলেছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, প্রাণ হারাচ্ছেন হাজারো নিরপরাধ মানুষ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের জনগণও চুপ করে থাকেনি। ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্ত।

শনিবার, ১২ এপ্রিল ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় বিশাল এক গণজমায়েত—‘মার্চ ফর গাজা’। লাখো মানুষ হাতে বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নেন এ কর্মসূচিতে। কর্মসূচি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। সরেজমিনে দেখা গেছে, উদ্যানে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। পাঁচ আগস্টের পর এমন স্বতঃস্ফূর্ত, ব্যাপক গণজমায়েত ঢাকায় দেখা যায়নি।

জমায়েতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, মুখে ছিল প্রতিবাদী স্লোগান—‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’। বুকে প্রতিশোধের আগুন আর দৃপ্ত পদক্ষেপে তারা মিশে গিয়েছিল সোহরাওয়ার্দীর সমাবেশস্থলে।

কর্মসূচির ঘোষণাপত্রে দাবি তোলা হয় ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করার, গাজায় মানবিক বিপর্যয় বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি প্রতিষ্ঠার। মোনাজাতে অংশ নিয়ে মানুষ ইসরায়েলের ধ্বংস ও ফিলিস্তিনিদের মুক্তির প্রার্থনা করেন।

এই বিশাল গণজমায়েত শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না—আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান করে নিয়েছে। মার্কিন বার্তা সংস্থা ‘এপি’ ঢাকার এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে, যার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইসরায়েল’।

‘এপি’ শিরোনাম করে লিখেছে, “বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ।” আর ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, “বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের সমাবেশ।”

ফার্স্টপোস্ট এই প্রতিবাদ কর্মসূচিকে আন্তর্জাতিক সংঘাতজনিত জাতীয় সংকটের প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করে লিখেছে, “বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলার নিন্দায় ঢাকায় সমবেত হন হাজারো মানুষ।”

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়া এই মানুষের ঢল তুলে ধরেছে টরন্টো স্টার, দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমএসএন, স্টার ট্রিবিউন, সিটিভি সহ আরও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে—ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো এখন শুধু মানবিক দায়িত্ব নয়, নৈতিক বাধ্যবাধকতাও।