চট্টগ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর, ছয়জন আটক, অনুষ্ঠান বর্জনের ঘোষণা

চট্টগ্রাম নগরের ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চ, প্যান্ডেল, চেয়ার ও ব্যানারসহ নানা আনুষঙ্গিক সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল যুবক এই হামলা চালায় বলে জানিয়েছেন আয়োজকরা। ঘটনার পর ছয়জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, “ভাঙচুরের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ডিসি হিলে নববর্ষ উদযাপন পরিষদের অন্যতম সংগঠক প্রণব চৌধুরী বলেন, “পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনের জন্য তৈরি করা মঞ্চসহ নানা সাজসজ্জা আজ সন্ধ্যায় একদল যুবক তছনছ করে দিয়েছে। বৈশাখের আগের দিন এমন হামলা সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ধাক্কা।”
ঘটনার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, “সন্ধ্যায় ৪০-৫০ জন যুবক আমাদের মঞ্চে হামলা চালায় এবং সামনে থাকা চেয়ারসহ প্যান্ডেল ভাঙচুর করে। সকল প্রস্তুতি সম্পন্ন হলেও দুর্বৃত্তদের হামলায় সব কিছু নষ্ট হয়ে গেছে। তাই আমরা এই আয়োজন থেকে সরে দাঁড়াচ্ছি।”
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, “মঞ্চ ভাঙচুরের ঘটনাটি শুনেছি। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
চট্টগ্রামে এমন ঘটনা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নেওয়া সংস্কৃতি প্রেমীদের উদ্যোগে এক হতাশাজনক ছায়া ফেলেছে।
আপনার মতামত লিখুন