ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দিল ডিএমপি, মেঘনা আলম ইস্যু আলোচনায়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দিয়ে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক স্বার্থে তাকে এই পদায়ন করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ১ সেপ্টেম্বর রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সম্প্রতি মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমকে ডিবি আটক করলে তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিশেষ ক্ষমতা আইনে তার ৩০ দিনের আটকাদেশ, এবং আটক প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টাসহ বিভিন্ন মহলের সমালোচনার পর ডিবি চাপে পড়ে।
ডিএমপি ব্যাখ্যায় জানায়, মেঘনা আলম রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে আটক হয়েছেন। তবে আইন অনুযায়ী তার অধিকার রয়েছে।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা এবং এর আগে সিআইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন