বসুন্ধরা-মোহামেডান ম্যাচে উত্তেজনার চূড়ান্ত রূপ: লাইট বন্ধ, নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
বসুন্ধরা-মোহামেডান ম্যাচে উত্তেজনার চূড়ান্ত রূপ: লাইট বন্ধ, নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ

প্রিমিয়ার লিগের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ বসুন্ধরা কিংস ও মোহামেডানের মুখোমুখি লড়াই রীতিমতো রূপ নেয় উত্তেজনার বিস্ফোরণে। ম্যাচ শুরু থেকেই দুই শিবিরের মধ্যে কথাকাটাকাটি, ঢিল ও চেয়ার ছোড়াছুড়ি, এমনকি ম্যাচ বন্ধ থাকার মতো ঘটনাও ঘটেছে। অতীতের ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের সেই উত্তেজনাকর পরিবেশ যেন ফিরে এসেছিল।

খেলা শেষে এক অদ্ভুত ঘটনার জন্ম দেয় ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়া। মোহামেডানের ফুটবলার, কোচ ও কর্মকর্তারা তখনো মাঠে ছিলেন, হঠাৎ অন্ধকারে পড়ে যান তারা। কিংসের খেলোয়াড়রা দ্রুত ড্রেসিংরুমে চলে গেলেও মোহামেডান শিবির পড়েছিল চরম নিরাপত্তাহীনতায়।

সাবেক ফুটবলার সাব্বির বলেন, “এভাবে অন্ধকার করে দেওয়া মোটেও ঠিক হয়নি।” আরেক সাবেক তারকা রিয়াজের ভাষায়, “নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল।” বাফুফের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুও ক্ষোভ প্রকাশ করে বলেন, “লাইট নিভিয়ে দিলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।”

ঘটনার সময় মাঠে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাও হতাশা প্রকাশ করেন, “সব খেলোয়াড় তখনো মাঠে ছিলেন। বাফুফে কেন লাইট বন্ধ করবে? এটা তো তাদের খেলা।”

এ অস্বাভাবিক পরিস্থিতিতে ভীত হয়ে পড়েন ম্যাচের নায়ক সুলায়ামন দিয়াবাতে, যিনি ম্যাচে জোড়া গোল করে মোহামেডানকে জয় এনে দেন। তিনি বলেন, “আল্লাহ ভরসা, এখনও অনেক পথ বাকি চ্যাম্পিয়নের দিকে।” তিনি অভিযোগ করেন, “রাকিবের হ্যান্ডবল পরিষ্কার ছিল।” এছাড়া বসুন্ধরা সমর্থকদের আচরণকেও “দুর্ব্যবহার” হিসেবে আখ্যায়িত করেন।

মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলেন, “ট্রফি জয়ের পথ এখনও অনেক দীর্ঘ। আরও সাত রাউন্ড খেলা বাকি। এখনই কিছু বলা যায় না।”

এই ম্যাচ কেবল ফলাফলের জন্য নয়, মাঠের বাইরের আচরণ ও নিরাপত্তা ইস্যুতে নতুন করে প্রশ্ন তুলে দিলো ঘরোয়া ফুটবলের পরিবেশ নিয়ে।