রমনা বটমূলে বর্ষবরণের সব প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
রমনা বটমূলে বর্ষবরণের সব প্রস্তুতি সম্পন্ন

রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩২ বরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে এই অনুষ্ঠান। সকাল সোয়া ৬টা থেকে মূল পরিবেশনা শুরু হবে, যেখানে প্রায় দেড় শতাধিক নারী ও পুরুষ কণ্ঠ ও যন্ত্রশিল্পী সম্মিলিতভাবে সুরবাণীতে নতুন বছরকে স্বাগত জানাবেন।

রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় আয়োজনের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয় চূড়ান্ত মঞ্চে। এবারের অনুষ্ঠান আয়োজনের মূল বার্তা নির্ধারণ করা হয়েছে— ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এই ভাবনার সঙ্গে সঙ্গত রেখেই আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে পুরো পরিবেশনা।

অনুষ্ঠানে মোট ২৪টি পরিবেশনা থাকবে, যার মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান এবং ৩টি কবিতা পাঠ অন্তর্ভুক্ত রয়েছে। মূল কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। অনুষ্ঠানের সূচনা হবে সকাল ৬টা ১৫ মিনিটে ভৈরবী রাগে রাগালাপ পরিবেশনার মধ্য দিয়ে, আর সমাপ্তি ঘটবে জাতীয় সংগীত দিয়ে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের অর্ধবৃত্তাকৃতি মঞ্চের দৈর্ঘ্য ৭২ ফুট ও প্রস্থ ৩০ ফুট। গত তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট ভবনে এর প্রস্তুতি চলছিল। অংশগ্রহণকারী শিল্পীদের পোশাকেও থাকছে ঐতিহ্যের ছোঁয়া— পুরুষরা পরবেন মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা এবং নারীরা পরবেন মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি। শাড়ির রঙের সঙ্গে মিল রেখে মঞ্চেও রাখা হয়েছে মেরুন রঙের ছোঁয়া, যেখানে গতবারের রঙ ছিল সবুজ।

ছায়ানটের পক্ষ থেকে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং বাঙালির হৃদয়ে গাঁথা এক ঐতিহ্য ও আবেগের বহিঃপ্রকাশ।