নববর্ষে ঐক্য ও উদ্দীপনায় বৈশাখী মেলা শুরু: উদ্যোক্তা বিকাশে নতুন সম্ভাবনার বার্তা শিল্প উপদেষ্টার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
নববর্ষে ঐক্য ও উদ্দীপনায় বৈশাখী মেলা শুরু: উদ্যোক্তা বিকাশে নতুন সম্ভাবনার বার্তা শিল্প উপদেষ্টার

বাংলাদেশজুড়ে পাহাড় থেকে সমতল, সর্বত্রই ছড়িয়ে পড়েছে নববর্ষের আমেজ—এমন চিত্র তুলে ধরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “আমরা আজ এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি।” বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২’, যেখানে তিনি এসব কথা বলেন।

বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান এবং বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং স্বাগত বক্তব্য দেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশের হস্তশিল্প, খাদ্যপণ্য ও পোশাক বিদেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য আন্তর্জাতিক বাজারের উপযোগী করে তুলবেন। যেভাবে উদ্যোক্তারা ৫ আগস্টের পর উত্তর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, তা আরেকটি শিল্প বিপ্লবের দিকেই যাচ্ছে।”

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, “বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জীবনের অংশ। মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের কর্মসংস্থান সম্ভব হবে।”

সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান জানান, ঢাকাসহ সারাদেশে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবেই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন, উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই মেলা একদিকে যেমন নববর্ষ উদযাপনকে প্রাণবন্ত করেছে, অন্যদিকে উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।