বাংলা নববর্ষে ঢাকায় ব্যতিক্রমধর্মী ড্রোন শো, আলোয় ভাসল আকাশ

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে কেন্দ্র করে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে ঢাকায় আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী ও দৃষ্টিনন্দন ড্রোন শো। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই শো-এর মাধ্যমে নববর্ষ উদযাপন পেয়েছে নতুন মাত্রা।
বাংলা বছরের প্রথম দিনে হাজার হাজার মানুষ এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনী উপভোগ করতে ভিড় করেন। বিকেল ৩টা থেকে শুরু হয় কনসার্ট, আর সন্ধ্যা ৭টায় আকাশে ছড়িয়ে পড়ে চোখ ধাঁধানো আলোর খেলা। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আর এতে সহায়তা করে চীনা দূতাবাস।
ড্রোন শো-তে ফুটে ওঠে আবেগময় ও অর্থবহ নানা প্রতীক। বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙার থিম, পানির বোতল হাতে প্রতীকী চিত্র এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনার দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এ ছাড়াও উঠে আসে বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা, জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদের প্রতীকী উপস্থাপন।
ড্রোন শোর আগে বৈশাখী কনসার্টে অংশ নেয় বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল এবং বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীরা। এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূত, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী এই উৎসব ঢাকাবাসীর মনে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয় এবং প্রযুক্তিনির্ভর সংস্কৃতি চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করে।
আপনার মতামত লিখুন