নববর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন সেনাপ্রধান: ঢাকেশ্বরী মন্দিরে বর্ণিল অনুষ্ঠান উপভোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
নববর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন সেনাপ্রধান: ঢাকেশ্বরী মন্দিরে বর্ণিল অনুষ্ঠান উপভোগ

বাংলা নববর্ষ ১৪৩২-কে কেন্দ্র করে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৪ এপ্রিল) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেনাপ্রধান মন্দির পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলাদেশে সকল ধর্ম, সম্প্রদায় ও জাতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই আমাদের শক্তি।”

সেনাপ্রধান তার বক্তব্যে দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেন। তাঁর উপস্থিতি এবং শুভেচ্ছাবার্তা মন্দিরের নববর্ষ আয়োজনকে আরো অর্থবহ ও হৃদয়গ্রাহী করে তোলে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতির নানা উপাদান ও পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা নববর্ষ উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে উঠে আসে।