সৌদি আরব ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
সৌদি আরব ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়েছে

সৌদি আরব ভারতীয়দের জন্য বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে। গত ১২ এপ্রিল এই পদক্ষেপ নেয় দেশটি। এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, এমন উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন।

ওমর আব্দুল্লাহ ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে ৫২ হাজারের বেশি ভারতীয় হজযাত্রী এবারের হজযাত্রা সম্পূর্ণ অনিশ্চয়তায় পড়েছে, যাঁরা ইতোমধ্যে হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পেমেন্ট পরিশোধ করেছেন। সৌদির এই সিদ্ধান্তের কারণ এখনও জানা যায়নি এবং ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

হজ ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং প্রত্যেক স্বচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক। সৌদি আরব প্রতি বছর বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত থেকেও লাখ লাখ মুসলিমকে হজ করার সুযোগ দেয়, যার জন্য সরকারি ও বেসরকারি উভয় ধরনের কোটা ব্যবস্থা রয়েছে। ভারতের হজযাত্রীদের জন্য বেসরকারি কোটা হ্রাস করা হলেও সরকারি কোটা অপরিবর্তিত রয়েছে।