দুর্নীতি রোধে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের একযোগে অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
দুর্নীতি রোধে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের একযোগে অভিযান

সেবা প্রার্থীদের হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ নানা সেবায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে গঠিত এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, এসব অফিসে ঘুষ, দুর্ব্যবহার এবং অনৈতিক আর্থিক লেনদেনের মতো গুরুতর অভিযোগ রয়েছে, যেগুলোর ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযানের আওতায় রয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিস। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অন্তর্ভুক্ত একাধিক উপজেলা ও সদর রেজিস্ট্রার অফিস। এই উদ্যোগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ও সেবা ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার প্রয়াস চালানো হচ্ছে।