ইংল্যান্ড যাচ্ছেন সাব্বির রহমান, ডিপিএলে রেলিগেশন পর্বে পারটেক্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
ইংল্যান্ড যাচ্ছেন সাব্বির রহমান, ডিপিএলে রেলিগেশন পর্বে পারটেক্স

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাব্বির রহমান। তবে গ্রুপপর্বে দলের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। ১১ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে পারটেক্স, যার ফলে দলটিকে রেলিগেশন পর্বে খেলতে হচ্ছে।

এই সময়ের মধ্যেই সাব্বির জানিয়েছেন, ডিপিএল শেষ করেই আগামী ২ মে তিনি পরিবারসহ ইংল্যান্ডে যাবেন। সেখানে প্রিমিয়ার ডিভিশন লিগে অংশ নেবেন তিনি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাব্বির বলেন, বাংলাদেশে বর্তমানে তার কোনো খেলা বা ক্যাম্প নেই, তাই এই সময়টা তিনি ইংল্যান্ডে কাটাতে চান খেলাধুলার মধ্যেই। ইংল্যান্ডের একটি দলের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সেখানে ভালো সময় কাটানোর আশা করছেন।

চলতি ডিপিএল সম্পর্কে নিজের মত জানাতে গিয়ে সাব্বির বলেন, এবারের আসর খেলোয়াড়দের জন্য মোটামুটি ভালো হলেও কিছুটা বিশৃঙ্খলা ছিল। বিশেষ করে পারিশ্রমিক সংক্রান্ত কিছু সমস্যা এবং দলের মালিকদের অনুপস্থিতি বিষয়টি খেলার পরিবেশকে কিছুটা প্রভাবিত করেছে। তিনি আরও জানান, গ্রুপপর্ব মোটামুটি ভালোভাবে শেষ হয়েছে, এখন একটি ম্যাচ বাকি রয়েছে এবং সুপার লিগ চলছে। সবকিছু ভালোভাবে শেষ হলে সেটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয় হবে।