ইকুয়েডরে মোরগ লড়াইয়ের অনুষ্ঠানে সশস্ত্র হামলা, নিহত ১১

ইকুয়েডরের উপকূলীয় প্রদেশ মানাবিতে মোরগ লড়াইয়ের এক অনুষ্ঠানে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভ্যালেন্সিয়া শহরের এল কারমেন ক্যান্টনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ইকুয়াভিসার জানায়, সামরিক পোশাক পরা তিনটি গাড়িতে করে আসা একদল বন্দুকধারী অনুষ্ঠানে ঢুকে উপস্থিত লোকজনের ওপর নির্বিচারে গুলি চালায়। এলোপাতাড়ি গুলিবর্ষণের সময় আতঙ্কিত মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন।
হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোরগ লড়াইয়ের বিজয়ীদের জন্য নির্ধারিত প্রায় ২০ হাজার মার্কিন ডলার লুট করে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনী ধারণা করছে, এ হামলার সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত।
আহতদের তাৎক্ষণিকভাবে সান্তো ডোমিঙ্গো প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের ধরতে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মানাবি প্রদেশের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই হত্যাকাণ্ডকে ‘প্রদেশের ইতিহাসে অন্যতম মারাত্মক সশস্ত্র হামলা’ হিসেবে বর্ণনা করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ইকুয়েডর অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে জর্জরিত। দেশটির সরকার ইতোমধ্যে ২২টি গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, যা দেশজুড়ে সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন