ইসরায়েল ইস্যুতে লেবাননে গ্যাল গ্যাডটের সিনেমায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
ইসরায়েল ইস্যুতে লেবাননে গ্যাল গ্যাডটের সিনেমায় নিষেধাজ্ঞা

ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় লেবাননে নিষিদ্ধ হলো জনপ্রিয় হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডট অভিনীত নতুন সিনেমা। ডিজনির নতুন লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’-এ ‘ইভিল কুইন’ চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলি বংশোদ্ভূত গ্যাডট। তবে তার রাজনৈতিক অবস্থানের কারণেই ছবিটি লেবাননের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়, লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা গ্যাডটের বিরুদ্ধে আগে থেকেই ‘ইসরায়েল বয়কট তালিকা’ অনুযায়ী অবস্থান নিয়েছে। ফলে শুধু ‘স্নো হোয়াইট’ নয়, তার অন্য কোনো সিনেমাও দেশটিতে মুক্তি পায়নি। একই সঙ্গে কুয়েতে ছবিটি নিষিদ্ধ হওয়ার গুজব থাকলেও তা অস্বীকার করেছে বিতরণকারী সংস্থা।

গ্যাডট ইসরায়েলের সাবেক সেনা এবং ২০২৩ সালের হামাস-ইসরায়েল সংঘর্ষে তিনি নিজের দেশের প্রতি সমর্থন প্রকাশ করেন। এর আগেও নিউইয়র্কে একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমি কখনো ভাবিনি আমেরিকাসহ বিশ্বের বহু মানুষ হামাসের হত্যাযজ্ঞকে সমর্থন করবে।”

এছাড়া, এর আগেও ইসরায়েলি অভিনেত্রী শিরা হাস অভিনীত ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ একই কারণে লেবাননে নিষিদ্ধ হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল-হামাস সংঘর্ষ কেবল রাজনৈতিক বা সামরিক নয়, তা লেবাননের সংস্কৃতি ও বিনোদন জগতেও বড় প্রভাব ফেলছে। জনগণের মধ্যে বাড়ছে ইসরায়েলবিরোধী আবেগ, যা সরকারকে সিনেমা নিষিদ্ধ করার ক্ষেত্রে আরও কঠোর করছে।