চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু সেহেরিশের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ণ
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু সেহেরিশের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশকে অবশেষে চাক্তাই খালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে চাক্তাই খালের চামড়াগুদাম অংশে স্থানীয় কয়েকজন যুবক শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে তারা মরদেহটি খাল থেকে পাড়ে তুলে আনেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল। চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিচয় নিশ্চিত করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশে হিজরা খালের একটি নালায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি অটোরিকশা। রিকশাটিতে থাকা শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে জীবিত উদ্ধার করা গেলেও শিশুটি সেহেরিশ নিখোঁজ ছিল। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।