নারী অধিকার ও বৈষম্যমূলক আইন সংস্কারে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
নারী অধিকার ও বৈষম্যমূলক আইন সংস্কারে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা

নারী অধিকার রক্ষা এবং বৈষম্যমূলক আইন পরিবর্তনের সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। শনিবার, ১৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন জমা দেওয়ার এক ঘণ্টা পর, বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকারকর্মী শিরীন পারভীন হককে প্রধান করে অন্তর্বর্তী সরকার ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে।