নারী বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ, হতাশায় ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের জন্য সমীকরণ যতটা কঠিন ছিল, ব্যাট হাতে তার প্রতিফলন খুব বেশি দেখা যায়নি। যদিও অধিনায়ক হেইলি ম্যাথিউস এবং শ্যানেল হেনরি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, তবুও সেই প্রচেষ্টা যথেষ্ট হয়নি। ১১তম ওভারের ৫ম বলে চার এবং ৬ষ্ঠ বলে ছক্কা হাঁকালে ওয়েস্ট ইন্ডিজ নারী দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারতো। কিন্তু তারা ছয় মারলেও ওই চারটি হয়নি, আর তাতেই শেষ হয়ে গেল তাদের আশা।
ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় তারা বিশ্বকাপের মূলপর্বে যেতে পারেনি। তাদের নেট রানরেট দাঁড়ায় ০.৬৩, অন্যদিকে বাংলাদেশ এগিয়ে থেকে ০.৬৪ নেট রানরেটে মূলপর্ব নিশ্চিত করে। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য মাত্র ১০ দশমিক ৫ ওভারে পূর্ণ করেও ওয়েস্ট ইন্ডিজ দল চূড়ান্ত পর্বে যেতে ব্যর্থ হয়।
দুর্দান্ত মারকুটে ব্যাটিং করেও ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারের স্বাদ নিতে না হলেও বিশ্বকাপে জায়গা না পাওয়ার বেদনায় বিদায় নিতে হলো। অন্যদিকে বাংলাদেশ নারী দল ইতিহাস গড়ে মূলপর্বে জায়গা করে নিল নেট রানরেটের সূক্ষ্ম ব্যবধানে।
আপনার মতামত লিখুন