অস্ট্রেলিয়ার উপকূলে বিশাল ঢেউ: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলজুড়ে ভয়াবহ ঢেউ আছড়ে পড়ায় পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শনিবার (১৯ এপ্রিল) দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের তাথ্রার কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এর একদিন আগেই রাজ্যটিতে পৃথক ঘটনায় এক ৫৮ বছর বয়সী জেলে ও আরও দুই জনের মরদেহ পাওয়া যায়।
সিডনির কাছে পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ভিক্টোরিয়ার সান রেমোতে শুক্রবার সমুদ্রে ভেসে যাওয়ার পর এক নারী ডুবে মারা যান এবং একজন পুরুষ এখনো নিখোঁজ।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ভেসে যাওয়া তিনজনের মধ্যে এক নারী তীরে ফিরে এলেও অপর নারী ও পুরুষ ফিরে আসতে পারেননি।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালান এ ঘটনাকে ‘ইস্টার সপ্তাহান্তের একটি ভয়াবহ সূচনা’ বলে উল্লেখ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি সতর্ক করে বলেন, সামনে হয়তো আরও দুঃসংবাদ আসতে পারে।
অস্ট্রেলিয়ার দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার সতর্কতা হিসেবে সৈকতে টহলের ওপর জোর দিয়েছেন। তিনি জানান, গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জনের মৃত্যু হয়েছে।
সতর্কবার্তা: সমুদ্রস্নান ও ভ্রমণের সময় সবসময় সতর্ক থাকুন এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।
আপনার মতামত লিখুন