গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমত স্বাভাবিক: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমত স্বাভাবিক: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া মতবিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তিনি এই মতবিরোধকে ‘শুধুমাত্র ভিন্নমত’ হিসেবে দেখছেন এবং মনে করেন এটি কোনো অনৈক্য নয় যা ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে সাহায্য করতে পারে।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এনসিপি ও খেলাফত মজলিসের নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মাঝে ভিন্ন মত থাকা স্বাভাবিক এবং তা গণতন্ত্রেরই বহিঃপ্রকাশ। দলগুলোর মধ্যে সংহতির অভাব নেই, বরং ফ্যাসিবাদ প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ। প্রয়োজনে মাঠপর্যায়ের যুগপৎ কর্মসূচিও নেওয়া হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণহত্যা একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, যার নেতৃত্ব ও অংশগ্রহণ দলীয়ভাবে আওয়ামী লীগ করেছে। তাই কেবল ব্যক্তিগত নয়, দলীয়ভাবেও বিচারের উদ্যোগ নেওয়া উচিত। তিনি আরও জানান, এনসিপি এখন ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে, যা রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে। এই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।