কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি রওনা দেন। এ সফরে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমিরের আমন্ত্রণেই এই সফরে অংশ নিচ্ছেন অধ্যাপক ইউনূস। সামিটে অংশগ্রহণ ছাড়াও দ্বিপাক্ষিক আলোচনার জন্য আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আলোচনায় রয়েছে।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত ‘আর্থনা সামিট’-এর এটি দ্বিতীয় আসর। এই সামিটে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নের কৌশল হিসেবে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবহারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

সামিটটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হবে।