সুন্দরবনের আশপাশে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধে সরকারের নতুন সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
সুন্দরবনের আশপাশে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধে সরকারের নতুন সিদ্ধান্ত

সুন্দরবনের ১০ কিলোমিটার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) নতুন করে কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের পরিবেশগত সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খুব দ্রুত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে।

সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় পূর্ববর্তী সিদ্ধান্ত সংশোধন করে জানানো হয়, সুন্দরবনের ১০ কিমি ইসিএ এলাকার ভেতরে ইতোমধ্যে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত প্রভাব নির্ধারণে নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আদালতের আদেশ অনুসারে, এ মূল্যায়নের পর এসব প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও সভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়, যার ফলে সরকারি ও বেসরকারি সংস্থা এবং এনজিওগুলো যৌথভাবে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবে। শব্দদূষণ রোধে করণীয় নির্ধারণে সব মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। পরিবেশ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট বাজেটে অতিরিক্ত বরাদ্দ এবং বন বিভাগের কর্মীদের ঝুঁকিভাতা চালু ও বৃদ্ধির প্রস্তাব পাঠানোর বিষয়েও আলোচনা হয়।

২০২৫ সালের মধ্যে সকল সরকারি ও বেসরকারি ভবন নির্মাণে কমপক্ষে ৩০ শতাংশ ব্লক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এ নিয়ে আগামী মে মাসে সচিব পর্যায়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত ও চলমান কার্যপত্র উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।