টিপু মুনশি ও স্ত্রীর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
টিপু মুনশি ও স্ত্রীর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা ১২টি ব্যাংক হিসাব, ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার এবং দুটি গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে টিপু মুনশির রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছায় ৯১ শতাংশ জমি এবং মালবিকা মুনশির গুলশানের জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক পাপন কুমার সাহা আবেদন করেন এবং জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী, টিপু মুনশির ১১টি ব্যাংক হিসাব, ৯টি প্রতিষ্ঠানের শেয়ার এবং দুটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। এসবের আর্থিক মূল্য প্রায় ৮ কোটি ৭২ লাখ টাকা। মালবিকা মুনশির একটি ব্যাংক হিসাব, পরিবারের সঞ্চয়পত্র ও ১০টি প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ করা হয়েছে, যার মোট মূল্য ৪ কোটি ৬৭ লাখ টাকারও বেশি।

দুদকের আবেদনে বলা হয়, টিপু মুনশি সরকারি দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং সংশ্লিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে টিপু মুনশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট গুলশান থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।