‘থ্রি জিরো’ ভিশন তুলে ধরে জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ড. ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
‘থ্রি জিরো’ ভিশন তুলে ধরে জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ‘থ্রি জিরো ভিশন’ বাস্তবায়নের—যার মূলনীতি হলো: শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন।

সোমবার (২১ এপ্রিল) ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) ৮১তম অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য নিয়ে শুরু হওয়া এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের পথনকশা ‘থ্রি জিরো ভিশন’ বিশ্বব্যাপী টেকসই নগর উন্নয়নের জন্য একটি কার্যকর মডেল হতে পারে। তিনি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, যুবকদের সম্ভাবনাকে কাজে লাগানো, এবং উদ্ভাবনের মাধ্যমে একযোগে জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলার ওপর জোর দেন।

এছাড়া তিনি জানান, ESCAP-এর এই বার্ষিক অধিবেশন বাংলাদেশকে অভিজ্ঞতা বিনিময়, অংশীদারিত্ব গড়ে তোলা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা অর্জনের জন্য কার্যকর কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে সপ্তাহব্যাপী অধিবেশনে অর্থবহ অন্তর্দৃষ্টি ও সমাধান উপস্থাপন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।