পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া, নেতাদের শ্রদ্ধা ও স্মরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া, নেতাদের শ্রদ্ধা ও স্মরণ

২০১৩ সাল থেকে রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে বলেন, ‘পোপ ফ্রান্সিসের শান্তি কামনা করি! স্রষ্টা তার এবং তাকে যারা ভালোবাসতেন তাদের সকলকে আশীর্বাদ করুন।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোপ ফ্রান্সিসকে স্মরণ করে বলেন, ‘তিনি আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি ছিলেন “জনগণের পোপ”। জিল (তার স্ত্রী) ও আমি গভীর দুঃখের সঙ্গে তার মৃত্যুর খবর পেয়েছি। তাকে জানার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পোপ ছিলেন খ্রিস্টীয় মতবাদের বিশ্বস্ত সেবক, জ্ঞানী ধর্মীয় ও রাষ্ট্রনেতা, মানবতাবাদ ও ন্যায়বিচারের ধারক।’ তিনি আরও জানান, রোমান ক্যাথলিক ও রাশিয়ান অর্থোডক্স গির্জার মধ্যে সংলাপ এবং রাশিয়া-ভ্যাটিকান সম্পর্ক উন্নয়নে ফ্রান্সিসের ভূমিকা স্মরণীয়।

পুতিন বলেন, ‘এই অসাধারণ ব্যক্তির সঙ্গে আমার বহুবার সাক্ষাৎ হয়েছে এবং আমি তার স্মৃতি চিরকাল লালন করব।’

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।