মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি আজ
 
                                                                    মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হবে।
২১ এপ্রিল (সোমবার) আজহারের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে আপিল বিভাগ আজকের শুনানির দিন ধার্য করে আদেশ দেন। আদালতে আবেদন উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক, এবং বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।
এর আগে, ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি (লিভ গ্রান্ট) দেন এবং ২২ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেন। সেই সাথে আদালত আবেদনকারীদের এক সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ এবং প্রসিকিউশন পক্ষকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তাদের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেয়।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে, এই রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন আজহারুল ইসলাম।
আজকের শুনানিতে তার সাজা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন