জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত, আহত ১২

জম্মু ও কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, এদের মধ্যে ২ জন বিদেশি নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অর্তকিত হামলা চালায়।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে পেহেলগামের বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে গুলির শব্দ শোনা যায়। এই এলাকায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়, যা হামলাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কাছ থেকে গুলি চালায়, ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। স্থানীয়রা আহতদের সাহায্য করতে ছুটে আসে এবং মহিলারা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
নিহতদের মধ্যে একজন ছিলেন কর্নাটকের শিভামোগ্গা জেলার রিয়েল এস্টেট ব্যবসায়ী, যাকে তার স্ত্রী ও ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়। হামলাটি এমন সময়ে ঘটেছে যখন কাশ্মীর উপত্যকায় পর্যটন মৌসুম তুঙ্গে। বর্তমানে সারা ভারতে ‘আমারনাথ যাত্রা’ রেজিস্ট্রেশন চলছে, যার একটি রুট পেহেলগামের মাধ্যমে যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের লড়াইয়ের সংকল্প আরও শক্তিশালী হবে বলে ঘোষণা করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলার স্থান পরিদর্শন করতে এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।
আপনার মতামত লিখুন