ঢাকা সিএমএম আদালতে জুনাইদ আহ্মেদ পলকের বক্তব্য
 
                                                                    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, ৫ আগস্ট বাড্ডায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, ওইদিন তিনি জাতীয় সংসদ ভবনে ছিলেন এবং রাত আনুমানিক আড়াইটার সময় সেনাবাহিনী তাকে ও অন্য ১২ জনকে সংসদ ভবন থেকে উদ্ধার করে নিয়ে যায়।
পলক বলেন, “আমি সংসদে পুরো সময় অবস্থান করছিলাম, তাই ৫ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।” তিনি আরও বলেন, “আমার ৮৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, যদি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয়, তবে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।”
পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ৫ আগস্ট বাড্ডায় রংমিস্ত্রি আবদুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন এবং এই মামলায় পলকের নাম রয়েছে। তারা বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য পলককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এ ব্যাপারে, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী পলকের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, “৫ আগস্ট সংসদে স্পিকারসহ বেশ কয়েকজন লুকিয়ে ছিলেন, কিন্তু এখনও স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি।”
আদালত উভয় পক্ষের শুনানি শেষে, জুনাইদ আহ্মেদ পলককে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন