চীনের শুল্ক ছাড়ের সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দাম হ্রাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
চীনের শুল্ক ছাড়ের সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দাম হ্রাস

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে চীনের এক ঘোষণার পর। সম্প্রতি চীন জানায়, তারা কিছু মার্কিন পণ্যের ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা বিবেচনা করছে এবং ব্যবসায়ীদের এ সংক্রান্ত পণ্য চিহ্নিত করতে বলেছে। এই ঘোষণাকে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ প্রশমনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি নির্ভরতা কিছুটা কমে যায়। এরই প্রেক্ষিতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

শুক্রবার (২৫ এপ্রিল) দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম ৪০০ দিরহামের নিচে নেমে আসে। ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৩৯৭ দশমিক ২৫ দিরহাম নির্ধারিত হয়েছে, যেখানে ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৭ দশমিক ৭৫, ৩৫২ দশমিক ৭৫ এবং ৩০২ দশমিক ২৫ দিরহাম। খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, মাত্র তিন দিন আগে স্বর্ণের দাম ছিল ৪২০ দিরহাম, যা থেকে এখন তা প্রায় ২৩ দিরহাম কমে গেছে। বাংলাদেশের মুদ্রায় এটি প্রায় ৭৬৩ টাকার সমান (প্রতি দিরহাম ৩৩ দশমিক ১৭ টাকা ধরে)।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩০৬ দশমিক ৯৭ মার্কিন ডলারে অবস্থান করছে। তবে শুরুতে এটি ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমে এসেছিল। বিশ্লেষকরা মনে করছেন, চীনের শুল্ক ছাড়ের ইঙ্গিত বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য স্থিতিশীলতার আশার সৃষ্টি করেছে, যার প্রভাব সরাসরি স্বর্ণের বাজারেও পড়েছে।