পাকিস্তান ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করলো, বিমান সংস্থাগুলোর জন্য বাড়তি খরচ ও দীর্ঘ সময়ের প্রভাব

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
পাকিস্তান ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করলো, বিমান সংস্থাগুলোর জন্য বাড়তি খরচ ও দীর্ঘ সময়ের প্রভাব

কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার পর পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বিমানগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির একটি নোটিশে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়-নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। পাকিস্তানি আকাশসীমা বন্ধ হওয়ার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোকে অতিরিক্ত সময় এবং খরচের সম্মুখীন হতে হবে।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ১০০টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতো, যার মধ্যে ছিল এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার এবং আকাসা এয়ার। আকাশসীমা বন্ধ থাকায় এসব বিমানগুলোকে অতিরিক্ত দুই ঘণ্টা পথ ঘুরে চলতে হবে, যা তাদের খরচ বাড়াবে।

বিশ্বব্যাপী বিমান চলাচলের সবচেয়ে ব্যস্ত কেন্দ্রগুলোর মধ্যে একটি নয়াদিল্লি বিমানবন্দরও এতে ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়ার জন্য বহু ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতো। এই নতুন রুটে ফ্লাইটগুলি আরও বেশি সময় নিবে এবং অতিরিক্ত জ্বালানি খরচ হবে।

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন প্রায় এক ঘণ্টা বেশি সময় লাগবে। এর মানে, জ্বালানি খরচ বাড়বে এবং পণ্যসম্ভার কম হবে। এছাড়া, ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, ইন্ডিগোর একটি ফ্লাইট এখন নয়াদিল্লি থেকে বাকু যেতে ৫ ঘণ্টা ৪৩ মিনিট সময় নেবে, যা আগে অপেক্ষাকৃত কম সময় নিত।