পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত কাশ্মিরি তরুণ আদিল হুসেন শাহের বীরত্ব

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত কাশ্মিরি তরুণ আদিল হুসেন শাহের বীরত্ব

ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে গত মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে একজন কাশ্মিরি তরুণ ছিলেন, যিনি নিজের জীবন উৎসর্গ করে পর্যটকদের রক্ষা করেছিলেন। তার নাম সৈয়দ আদিল হুসেন শাহ, বয়স ৩০ বছর। তিনি একজন ঘোড়াচালক ছিলেন এবং বৈসারানের তৃণভূমিতে আগত পর্যটকদের ঘোড়ায় চড়ানোর কাজ করতেন। এক বন্দুকধারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিতে গিয়ে প্রাণ হারান আদিল।

আদিলের বাবা, হায়দার শাহ, জানান যে, তার ছেলে পর্যটকদের প্রাণ বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এবং তার ছেলের সাহসিকতায় তিনি গর্বিত। আদিলের জানাজায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপস্থিত ছিলেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আদিলের ভাই, সৈয়দ নওশাদ, জানিয়েছেন, আদিল যখন পর্যটকদের রক্ষা করতে যান, তখন বন্দুকধারী তাকে তিনটি গুলি করে। এক পর্যটক, যার বাবা ওই হামলায় নিহত হয়েছেন, আদিলের বীরত্বপূর্ণ কাজের কথা জানান।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আদিলের সাহসিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি একমাত্র উপার্জনকারী ছিলেন এবং তার আত্মত্যাগের জন্য পুরো সমাজ তাদের পাশে থাকবে।