পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে কাতারের স্থানীয় সময় অনুযায়ী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন।
বিদায়ের সময় কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
প্রত্যাশা করা হচ্ছে, ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সেখান থেকে তিনি সরাসরি সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বাংলাদেশের প্রতিনিধিদলকে ভ্যাটিকান সিটিতে স্বাগত জানাবেন কার্ডিনাল মাউরো গামবেটি, যিনি সেন্ট পিটার ব্যাসিলিকার জেনারেল এমিনেন্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠিতব্য পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন ইউনূস। সফর শেষে রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সোমবার ভোরে দেশে ফিরবেন তিনি।
আপনার মতামত লিখুন