ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জনসাধারণের ঐকবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছেন। রোববার, ২৭ এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। এটি শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয়, বরং আমাদের দায়।
সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ বলেন, এগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে পুঞ্জীভূত সংকট মোকাবিলার চেষ্টা মাত্র। তিনি মনে করেন, শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয়; এজন্য প্রয়োজন গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য।
তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন, আহত-নিহত হয়েছেন কিংবা গত ১৬ বছর ধরে সমস্ত রকম জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন এবং গত ৫৩ বছর ধরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সবার অংশগ্রহণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের সবার প্রতি আমাদের দায় রয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামানও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন