ভারতের ঝিলাম নদীর পানি ছাড়ায় পাকিস্তানের কাশ্মীরে বন্যা

ভারত হঠাৎ করে ঝিলাম নদীর পানি ছাড়ায় পাকিস্তানের কাশ্মীরের একাংশে মাঝারি ধরনের বন্যা সৃষ্টি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
মুখপাত্র জানিয়েছেন, ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় সেখানকার পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়ে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝিলাম নদী ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের একটি উপনদী। ভারত সম্প্রতি সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে, এবং পাকিস্তানকে সতর্ক করেছে যে, কোনো ধরনের পানি প্রবাহ আটকে দেওয়া হলে তা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন, বলেছেন, “সিন্ধু দিয়ে পানি বইবে, না হলে ভারতীয়দের রক্ত বইবে।”
এই উত্তেজনার মধ্যে, ভারতের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে। তবে ভারতের কাছে সিন্ধু নদ পানি বন্ধ করার কোনো উপযুক্ত অবকাঠামো নেই, যদিও তারা এই পরিকল্পনায় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন জলশক্তিমন্ত্রী।
আপনার মতামত লিখুন