শ্রম সংস্কার কমিশনের সুপারিশ: ন্যাশনাল পেনশন স্কীম চালুর প্রস্তাব

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১:১০ অপরাহ্ণ
শ্রম সংস্কার কমিশনের সুপারিশ: ন্যাশনাল পেনশন স্কীম চালুর প্রস্তাব

শ্রম সংস্কার কমিশন সরকারকে ন্যাশনাল পেনশন স্কীমের আওতায় চাঁদা প্রদানের মাধ্যমে শ্রমিক বান্ধব পেনশন স্কীম চালু করার সুপারিশ করেছে। ২১ এপ্রিল কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, অবসরকালীন ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে সরকার শ্রমিকদের জন্য একটি পেনশন স্কীম চালু করবে, যাতে দারিদ্র্যসীমার নিচে থাকা শ্রমিকদের জন্য নির্দিষ্ট ন্যূনতম পেনশন সুবিধা এবং সরকারি সহায়তা প্রদান করা হবে। এছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক রাখার প্রস্তাব করা হয়েছে, তবে শ্রমিকদের জন্য এই ফান্ডে অবদান ঐচ্ছিক রাখা হবে।

কমিশনের সুপারিশে ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম এবং কেন্দ্রীভূত পেনশন প্ল্যাটফর্ম চালু করার কথা বলা হয়েছে, যাতে শ্রমিকরা সহজেই অন্তর্ভুক্তি এবং পেনশন দাবি করতে পারেন। এছাড়া, পেনশন ব্যবস্থাপনা ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা মনিটর করার জন্য একটি মনিটরিং ইউনিট গঠন এবং ত্রিপক্ষীয় নজরদারি ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

শ্রমিকদের অবসরকালীন বিনোদনের জন্য সরকারি সহায়তায় ক্রীড়া এবং সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করারও প্রস্তাব দেওয়া হয়েছে।