আত্মসমর্পণ করে জামিন চাইলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন
 
                                                                    দুদকের করা দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শেখ সাকিল আহমেদ রিপন।
আদালত সূত্রে জানা গেছে, জামিনসহ মোট পাঁচটি আবেদন করা হয়েছে—এর মধ্যে রয়েছে কারাবিধি অনুযায়ী ডিভিশন, চিকিৎসার সুযোগ, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত এবং পরোয়ানা ফেরতের আবেদন।
২০০৭ সালে গুলশান থানায় কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা করে। পরের বছর কর ফাঁকির মামলায় আদালত তাকে তিন বছর ও পাঁচ বছরের—মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন, তবে দুই সাজা একত্রে চলবে বিধায় তিনি পাঁচ বছরের সাজা ভোগ করবেন। একই বছর অবৈধ সম্পদের মামলায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন