ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা নিয়ে আপত্তি, আইনি নোটিশ পাঠালেন ঢাকার দুই নাগরি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বা রিভিউ করার আহ্বান জানিয়ে ঢাকার দুই নাগরিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) এ নোটিশ পাঠানো হলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (২৮ এপ্রিল)। একই দিনে রাতেই নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে।
নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিকদের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। তিনি জানান, রোববারই স্থানীয় সরকার সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ইসির সচিব, যুগ্ম জেলা জজ ও ইশরাক হোসেন বরাবর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, ট্রাইব্যুনালের রায় কার্যকর না করে তা চ্যালেঞ্জ করে আপিল বা রিভিউ করা উচিত ছিল এবং গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান থেকে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এক রায়ে ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।
আইনজীবী মনিরুজ্জামান অভিযোগ করেন, “এটি দ্রুত ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই রায় দেওয়া হয়েছে। এমনকি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা না করেই গেজেট জারি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এখন মেয়রের টার্মই শেষ। অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। এমন রায়ে কার্যকারিতা থাকেনা। ট্রাইব্যুনাল এমন আদেশ দিতে পারেন না যা বাস্তবায়নযোগ্য নয়।
আপনার মতামত লিখুন