গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, কোনো ‘মহামানব’-এর জন্য নয় — আমীর খসরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, কোনো ‘মহামানব’-এর জন্য নয় — আমীর খসরু

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে দেশের মানুষ জীবন দিয়েছে কোনো ব্যক্তিপূজার জন্য নয়, বরং জনগণের ভোটাধিকারের জন্য—এ কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতেও বহু ‘মহামানব’ তৈরি করা হয়েছে, যার পরিণতি জনগণ দেখেছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

আমীর খসরু বলেন, “বাংলাদেশের মানুষ কোনো এক মহামানবের সমাধানের জন্য অপেক্ষা করে থাকবে—এটা বিশ্বাস করার কোনো ভিত্তি নেই। যারা রাস্তায় লড়ছে, আন্দোলন করছে, তারা গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য লড়ছে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছি। কোনো সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে, তবেই তা জনগণের কাছে জবাবদিহি থাকবে।”

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরাকে দেওয়া প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় আমীর খসরু প্রশ্ন তোলেন—“জনগণ বলতে কাদের বোঝানো হচ্ছে? কিছু সুবিধাভোগী গোষ্ঠীকে?”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নে বিএনপি ও তার মিত্র রাজনৈতিক দলগুলো আগে থেকেই স্পষ্ট, তারা ডিসেম্বরের আগেই নির্বাচন চায় এবং এই নির্বাচন হতে হবে সকলের ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আগের বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তার ব্যত্যয় হবে না।