গণ অধিকার পরিষদের প্রস্তাব: সংসদে প্রার্থীর বয়স ২৩ বছর ও মেয়াদ ৪ বছর নির্ধারণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
গণ অধিকার পরিষদের প্রস্তাব: সংসদে প্রার্থীর বয়স ২৩ বছর ও মেয়াদ ৪ বছর নির্ধারণ

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২৩ বছর নির্ধারণ এবং সংসদের মেয়াদ চার বছর করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলের সভাপতি নুরুল হক এই প্রস্তাব তুলে ধরেন।

গণ অধিকার পরিষদ, সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে ১২৭টির সঙ্গে একমত হলেও, তাদের নতুন আলোচনা শেষে তারা আরও আটটি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে এবং সাতটি প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। দলটি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস যথেষ্ট নয় দাবি করে, ছুটির সময় বাড়ানোর পাশাপাশি, নারীদের কর্মস্থলে দুই বছর পর্যন্ত অর্ধেক সময় কাজ করার প্রস্তাবও দিয়েছে।

এছাড়া, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের আয়োজন করার প্রস্তাবও জানিয়েছে তারা। দলটির আরেকটি উল্লেখযোগ্য প্রস্তাব হলো, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার সংক্রান্ত ৭০ নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আনা এবং ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ নাম পরিবর্তন করে ‘জাতীয় সাংবিধানিক পরিষদ’ রাখা।

গণ অধিকার পরিষদ একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে এবং সংস্কারের পক্ষে ঐকমত্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে।