জনগণের সরকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
জনগণের সরকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এই দেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়।” বর্তমানে সংসদ সদস্য না থাকায় জনগণের নানা সমস্যার সমাধানে কেউ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য নির্বাচন ও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি বলে দাবি জানান।

সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গণসংযোগে তিনি বলেন, “সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি, এভাবে না বলে স্পষ্ট রোডম্যাপ দিন, তাহলে মানুষ আশ্বস্ত হবে।”

তিনি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সরকারের ‘হিউম্যানিটি প্যাসেজ’ উদ্যোগের সমালোচনা করে বলেন, “এ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দলের সঙ্গে কথা বলা উচিত ছিল। আমরা যুদ্ধ চাই না, গাজায় পরিণত হতে চাই না।”

গত ১৫ বছরে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে তিনি বলেন, “চাকরি, কৃষক-শ্রমিকের ন্যায্য পাওনা, সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে, মামলা হয়েছে, কেউ শান্তিতে ছিল না।”

তিনি আরও বলেন, “যদি নির্বাচিত হতে পারি, কর্মসংস্থানে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো। তরুণদের চাকরি, নতুন কাজের সুযোগ সৃষ্টি করবো।”

পরে বড় খোচাবাড়ীতে এক পথসভাতেও বক্তব্য দেন তিনি। সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।