মানবিক করিডোর নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান বিএনপির

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:১০ অপরাহ্ণ
মানবিক করিডোর নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান বিএনপির

বাংলাদেশ থেকে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডোর (হিউম্যান প্যাসেজ) চালুর সিদ্ধান্তের আগে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও এ অঞ্চলের ভবিষ্যতের স্থিতিশীলতা জড়িত। এককভাবে এমন সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা উচিত ছিল।”

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, “মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ, তবে তা হতে হবে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে। বাংলাদেশ যেন আরেকটি গাজায় পরিণত না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

রোহিঙ্গা সংকটের পাশাপাশি নতুন করে মানবিক করিডোর ইস্যুতে সমস্যা তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বলেন, “আমি এখানে ভোট চাইতে আসিনি, এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিতে—ভালোবাসা দিয়ে দেশ গড়ার বার্তা।”

গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।