মাহমুদউল্লাহর আবেগঘন প্রতিক্রিয়া: হারের পর দর্শকের উদ্দেশে তেড়ে যাওয়া

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জন্য এবারের মৌসুমটি ছিল শিরোপা জয়ের এক দুর্লভ সুযোগ। যদিও তারা পয়েন্ট টেবিলে আবাহনীর থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল, তবুও হেড টু হেডে এগিয়ে থাকায় আবাহনীর বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছিল অলিখিত ফাইনাল। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর কাছে হেরে গেলে শিরোপা অধরাই থেকে যায় মোহামেডানের। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর শিরোপার এত কাছে গিয়েও শেষ পর্যন্ত তা না পাওয়ায় হতাশায় ভেঙে পড়েন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনী মোহামেডানকে ছয় উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছিলেন, তখন ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাহমুদউল্লাহ ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন, ঠিক তখনই মোহামেডান ড্রেসিংরুমের ওপরে থাকা গ্র্যান্ডস্ট্যান্ড থেকে একজন দর্শক তার উদ্দেশ্যে কিছু বলেন। এর জবাবে রিয়াদ প্রতিক্রিয়া দেখান এবং উত্তেজিত হয়ে দর্শকের দিকে এগিয়ে যান।
ঘটনাটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রে পরিণত হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মাহমুদউল্লাহ গ্যালারিতে উঠে গেলে মোহামেডানের কর্মকর্তারা দ্রুত তাকে আটকে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তারা তাকে নিচে নামিয়ে আনেন।
মোহামেডানের হয়ে দীর্ঘদিন খেলা মাহমুদউল্লাহর এই আবেগপ্রবণ প্রতিক্রিয়া অনেককে বিস্মিত করেছে, তবে তা দলটির হতাশার চিত্রও স্পষ্ট করে তোলে।
আপনার মতামত লিখুন