সাদমানের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
সাদমানের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে সফরকারী জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

প্রথম দিন ৯ উইকেট হারিয়ে দিন শেষ করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শুরুতেই তাইজুল ইসলামের ঘূর্ণিতে শেষ উইকেট হারিয়ে অলআউট হয়। তাইজুল একাই তুলে নেন ৬টি উইকেট, মাত্র ৬০ রান খরচায়।

বাংলাদেশের ইনিংসে সূচনা করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুজনেই শুরুতে ছিলেন ধৈর্যশীল ও ধারাবাহিক। প্রথম সেশনে উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ১০৫ রান।

বিরতি শেষে বিজয় ৩৯ রানে আউট হলেও সাদমান আগুয়ান ব্যাটিং চালিয়ে যান। মুমিনুল হকের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে ১৪২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

তবে দলীয় ১৯৪ রানে দ্রুত ফিরে যান দুই সেট ব্যাটার—মুমিনুল ৩৩ ও সাদমান ১২০ রান করে। চা-বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭ ওভারে ৩ উইকেটে ২০৫ রান। শান্ত ২ ও মুশফিকুর রহিম ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

এখনও ২২ রানে পিছিয়ে থাকলেও ব্যাটিং দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ।