ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭০, আহত ১,২০০; ইসরায়েলকে দায়ী করেছে ইরান
 
                                                                    ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দেশটির সঙ্কট ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
হোসেইন জাফারি জানিয়েছেন, আহত এক হাজার ৭২ জনকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে ১২০ জন এখনও চিকিৎসাধীন। এই বিস্ফোরণের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছে, যার পরিকল্পনা ইসরায়েলের বলে দাবি করেছেন তেহরানের সংসদ সদস্য মোহাম্মদ সেরাজ। তিনি বলেছেন, কনটেইনারে পরিকল্পিতভাবে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে এটি সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে ঘটানো হয়।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটি একটি ছোট আগুন থেকে বিস্ফোরণ ঘটেছে, তবে আগুনের উৎস এখনও পরিষ্কার হয়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে, এটি প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়। ইরানি সরকারি সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর শহিদ রাজি বন্দরে ঘটেছে, যেখানে বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল পরিবহন হয়।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন