আবারও মুখোমুখি বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারী

বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসা গেলগি ও সবচেয়ে খাটো নারী জ্যোতি আমগে আবারও সাক্ষাৎ করেছেন। তাদের প্রথম ঐতিহাসিক সাক্ষাৎ হয়েছিল গত বছরের ২১ নভেম্বর, যুক্তরাজ্যের লন্ডনে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের উদ্যোগে। পাঁচ মাসের ব্যবধানে এবার দ্বিতীয়বারের মতো দেখা হলো তাদের, ইতালির জনপ্রিয় টিভি শো ‘লো শো দেই রেকর্ড’-এর গ্রিনরুমে।
এই সাক্ষাতের মুহূর্তটি ধরা পড়ে একটি সংক্ষিপ্ত ভিডিওতে, যা সোমবার (২৯ এপ্রিল) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়। মাত্র ১৮ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, রুমেইসা ও জ্যোতি পরস্পরকে হ্যান্ডশেক ও উষ্ণ আলিঙ্গন করছেন। রুমেইসাকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়, আর জ্যোতি দাঁড়িয়ে ছিলেন উঁচু একটি টেবিলের পাশে।
রুমেইসা গেলগি তুরস্কের বাসিন্দা এবং তার উচ্চতা সাত ফুট দশমিক সাত ইঞ্চি। অপরদিকে, ভারতের নাগরিক জ্যোতি আমগের উচ্চতা মাত্র দুই ফুট দশমিক সাত ইঞ্চি। এই ব্যতিক্রমী উচ্চতার জন্য দুজনেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।
‘লো শো দেই রেকর্ড’ একটি ইতালীয় টেলিভিশন অনুষ্ঠান, যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ বিভিন্ন ধরনের অসাধারণ প্রতিভা বা সক্ষমতা প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন রেকর্ড গড়ার চেষ্টা করেন বা পুরনো রেকর্ড ভাঙেন, যার বিচার করেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত প্রতিনিধি।
দুই ভিন্ন উচ্চতার মানুষ হলেও রুমেইসা ও জ্যোতির এই মিলন বিশ্বজুড়ে মানুষকে নতুন করে মনে করিয়ে দেয় বৈচিত্র্যই সৌন্দর্য।
আপনার মতামত লিখুন